কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২০, ২০২৩
কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে ২০ই আগস্ট রবিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত করা এবং গিতা থেকে পাঠ করা হয় এবং ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া-১আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ:কা:ম: সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাছুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনুপ কুমার নন্দী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ , যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা সবুজ, জেলা আওয়ামী শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা।

কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেন, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার মূল মাস্টার মাইন্ড নায়ক ছিলেন জিয়াউর রহমান। জিয়া পাকিস্তানের গোয়েন্দা হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে জিয়াউর রহমান। সেই সাথে হত্যা করেছে গণতন্ত্রকেউ। মির্জা ফখরুল সাহেব গণতন্ত্রের কথা বলেন। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। কারণ বাংলাদেশে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জননেত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল সাহেবের দণ্ডপ্রাপ্ত নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে না রেখে বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করেছে শেখ হাসিনা। আর মির্জা ফখরুল সাহেব আবোল-তাবোল কথা বলেন। তার মত মিথ্যাবাদী আর কখনো দেখি নাই। এসময় মাহবুবউল আলম হানিফ আরো বলেন, পশ্চিমা দেশগুলো মানবতার ছবক দিচ্ছেন। মানবতার ছবক দিয়ে পার পাওয়া যাবে না। বিএনপি দলের দন্ডিত চোর তারেক রহমান হিরো আলমের মত হিরো হয়েছেন। আর মির্জা ফখরুল সাহেব তার কথা বলে বেড়াচ্ছেন। মির্জা ফখরুল সাহেব তো চকা রাজাকারের ছেলে। সে আরেক রাজাকার। বিদেশীদের কাছে ধরনা ধরে আর মানবতার কথা বলে কোন লাভ নেই। আওয়ামী লীগ কচুর পাতার পানি নয় যে, ভেসে যাবে। শেখ হাসিনাকে চোখ রাঙানো দিয়ে ভয় দেখানোর কোন সুযোগ নেই। এদেশের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই আবারও দেশের জনগণ ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন শেখ হাসিনাকে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন আজকের এই আলোচনা সভায় শপথ নিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন পরাজিত শক্তি কোন বিদেশী শক্তি বা কোন ষড়যন্ত্র এই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। আজকে এই শোক সভায় একটি কথা বলতে চাই আমাদের নেতার আদর্শে আদর্শিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।অনেক আগে থেকেই আমরা বলছি মাঠে ময়দানে ওই পরাজিত শক্তিরা রাজকার আলবদররা চায়ের দোকানে কিছু এলোমেলো কথা বলা সেগুলোর প্রতিবাদ করতে হবে, জামায়াত শিবিরের আস্তানা কুষ্টিয়াতে থাকবে না। আজকের এই সভায় এটাই হবে আমাদের শপথ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন প্রথমেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা শেখ হাসিনার পরিবারের হত্যাকারীদের বিচার দাবিতে এই রাজপথে গোলাম আজম কাদেরদের ফাসির দাবিতে এক সময় আন্দোলন করেছি এবং তাদের ফাঁসিও হয়েছে। তাই আমরা আমার নেতার নেতৃত্বে কুষ্টিয়ার মাটিতে রাজাকার আল বদর দেখতে চাই না।আমদের নেতা মাহবুবউল আলম হানিফ এমপি এই কুষ্টিয়া-৩ আসনে নির্বাচন করবেন এই যায়গায় অনৈক্য মতপার্থক্য থাকার সুযোগ নাই তাই সবাইকে একত্রিত হয়ে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। উপস্থিত তোমাদেরকে বলতে চাই নিজ বাড়ি থেকে শুরু করো, নিজ বাড়িতে যদি রাজাকার, জামাত শিবির থাকে তাহলে তাদের নিয়ে যুদ্ধ করা যাবে না।

আরও পড়ুন: