কুমারখালীতে কবি নজরুলের জন্মবার্ষিকীতে আলোচনা সভা
কুষ্টিয়া কুমারখালী শিলাইদহ ইউনিয়নে শিলাইদহ ক্লাব এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালীতে কবি নজরুলের জন্মবার্ষিকীতে আলোচনা সভা
শুক্রবার বিকেলে শিলাইদহ শহীদ মিনারে আলোচনা সভায় শিলাইদহ ক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি লিটন আব্বাস, কবি সৈয়দ আব্দুল সাদিক, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, সঞ্চালনায় ছিলেন শিলাইদহ ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর আলোকপাত করেন। তারা বলেন, অতি সাধারণভাবে কাজী নজরুল ইসলামের পরিচয় দেওয়া হয়, ‘বিদ্রোহী কবি’ হিসেবে। এই পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে যায়- তাঁর অসাধারণ সঙ্গীত প্রতিভা, অসাম্প্রদায়িক মানবহিতৈষী সত্তা, কিম্বা সর্বাঙ্গসুন্দর কবি পরিচয়। তাঁর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য, তাঁর সামগ্রিক জীবনাচরণকে তুলে ধরতে হবে।

