জেলার পর এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পদক পেলেন আলী হায়দার স্বপন। তিনি
কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান।

বুধবার দুপুরে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিকের হাত থেকে পদক গ্রহন করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রনালয়ে উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে বিশেষ অবদান রাখায় স্বপনকে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, আলী হায়দার স্বপন টানা দ্বিতীয় বারের মতো আব্দালপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা ইসহাক আলী মাস্টারও একই ইউনিয়নে ইতিপূর্বে একাধিক বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
![]()
