স্ত্রী ও মায়ের হাতে প্রয়াত কর্মচারী আলমের চাকুরীকালীন পাওনাদী তুলে দিলেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী
স্ত্রী ও মায়ের হাতে প্রয়াত কর্মচারী আলমের চাকুরীকালীন পাওনাদী তুলে দিলেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী। কুষ্টিয়া পৌরসভার স্থায়ী কর্মচারী (পাম্প প্রহরী) মরহুম মনিরুজ্জামান আলমের চাকুরীকালীন পাওনা আনুতৌষিক ও ভবিষ্যত তহবিলের এককালীন অর্থ মরহুম মনিরুজ্জামান আলমের স্ত্রী ও মাতার হাতে তুলে দিয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী।

স্ত্রী ও মায়ের হাতে প্রয়াত কর্মচারী আলমের চাকুরীকালীন পাওনাদী তুলে দিলেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী
এসময় তিনি মরহুম মনিরুজ্জামান আলমের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। চেক ও নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও পৌর নাগরিকবৃন্দ।
ইতিপূর্বেও মেয়র আনোয়ার আলী এভাবে দ্রুত সময়ে সমস্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনাদি পরিশোধ করেছেন।
![]()
