দৌলতপুরে জোড়া খুনের আরেক আসামি পান্না গ্রেফতার; গ্রেফতার হয়নি প্রধান আসামি সন্ত্রাসী উজ্বল সরদার
কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের আরেক আসামি সন্ত্রাসী উজ্জল সরদারের ক্যাডার পান্না (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। র্যাবের সহায়তায় সোমবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে এবং জোড়া খুনের ১৫ নম্বর আসামি।

দৌলতপুরে জোড়া খুনের আরেক আসামি পান্না গ্রেফতার; গ্রেফতার হয়নি প্রধান আসামি সন্ত্রাসী উজ্বল সরদার
জোড়া খুনের ঘটনা ঘটানোর পর থেকে সে পলাতক ছিল। এনিয়ে হত্যাকান্ডে জড়িত ১২জন আসামি গ্রেফতার হলো। তবে জোড়া খুনের প্রধান আসামি লালচাঁদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী উজ্বল সরদার মাস পার হলেও গ্রেফতার না হওয়ায় উদ্বেগ উৎকন্ঠা ও আতঙ্কে দিন কাটছে নিহত পরিবারের স্বজন ও সদস্যদের।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের জোড়া খুনের আরেক আসামি পান্নাকে র্যাবের সহায়তায় ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের পর থেকে সে পলাতক ছিল। এনিয়ে জোড়া খুনের ১২জন আসামি গ্রেফতার হলো। তবে হত্যাকান্ডর প্রধান আসামি উজ্জল সরদারসহ অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন বিকেলে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামে গরুতে জমির পাটক্ষেত খাওয়া নিয়ে চরাঞ্চলের ত্রাস লালচাঁদ বাহিনীর সেকেন্ডে ইন কমান্ড সন্ত্রাসী উজ্জল সরদারের নেতৃত্বে ৪০-৪৫জন হামলকারী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বজলু মালিথা পক্ষের লোকজনের ওপর হামলা করে। হামলায় গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে বজলু মালিথা গ্রুপের বজলু মালিথা ও শরিফুল মালিথা ঘটনাস্থলেই নিহত হোন। হামলায় অন্তত ১০জন আহত হয়।

হত্যাকন্ডের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে প্রধান আসামি সন্ত্রাসী উজ্জল সরদার রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেছে। মাস পার হলেও জোড়া খুনের আরেক আসামি সন্ত্রাসী উজ্জল সরদার গ্রেফতার না হওয়ায় নিহতদের পরিবার ও স্বজনসহ এলাকার সাধারণ মানুষের মাঝে এখনও তীব্র ক্ষোভ, উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। একইসাথে তারা সন্ত্রাসী উজ্জল সরদারকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
