ক্ষমতায় যাওয়ার জন্য মীর জাফরের মত বিএনপি আমেরিকার সাথে আতাঁত করছে : মোফাজ্জেল হক
ক্ষমতায় যাওয়ার জন্য মীর জাফরের মত বিএনপি আমেরিকার সাথে আতাঁত করছে : মোফাজ্জেল হক। কুষ্টিয়ার দৌলতপুরে নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৩ জুন) বিকেল ৫টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ক্ষমতায় যাওয়ার জন্য মীর জাফরের মত বিএনপি আমেরিকার সাথে আতাঁত করছে : মোফাজ্জেল হক
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাবলুর সভাপতিত্বে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা উপ-কমিটির সদস্য মো: মোফাজ্জেল হক।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জেল হক বলেন- আওয়ামী লীগের জন্ম হয়েছিলো বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। আর সে অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের নেতৃত্বে চূড়ান্ত গৌরবোজ্জ্বল সফলতা অর্জিত হয়েছে।
১৭৫৭ সালে মীর জাফর ক্ষমতায় যাওয়ার জন্য ইংরেজদের সাথে আতাঁত করেছিল ঠিক তেমনি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার সাথে আতাঁত করছে। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আসমত আলী মাষ্টার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জাদু মোল্লা, দৌলতপুর উপজেলা শাখা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ কাউছার আলী বিশ্বাস, দৌলতপুরের ১১নং আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রী রবিন্দ্র নাথ সেন, আশরাফ উদ্দিনসহ স্থানীয় নেতা-কর্মী।
