রঞ্জুউর রহমান ॥ গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর ) সকাল দশটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতার এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন কুষ্টিয়া ডাঃ মোঃআকুল উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক স্থানীয় সরকার (অঃদা), কুষ্টিয়া মোঃ জাহাঙ্গীর, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারা মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমারখালী এস এম মিকাইল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোকসা ইরুফা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরপুর বিবি করিমুন্নেছা। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা) মোঃ মহসীন উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা ) আদিত্য পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) মোঃ রাহাতুল করিম মিজান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মোঃ জাহিদ হাসান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ই-সেবা কেন্দ্র ও স্থানীয় সরকার শাখা) আবু সালেহ মোঃ নাসিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা)মুমতাহিনা পৃথুলা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা সৈয়দা আফিয়া মাসুমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস এন্ড স্টেশনারি শাখা ও লাইব্রেরি শাখা) ফারজানা সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মোঃ আব্দুর রকিব, কুষ্টিয়া জেলা জামায়াত নায়েবে আমীর আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বক্তারা বলেন, এবার কুষ্টিয়া জেলার সবকয়টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে যাবতীয় নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে মণ্ডপ কমিটিসহ ও প্রশাসন। প্রত্যেকটি মণ্ডপে শৃঙ্খলা কমিটির পাশাপাশি থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবার দুর্গোৎসবে র্যাব, পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি থাকবে সেনাবাহিনীর টহল টিমের নজরদারি।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মণ্ডপের নিরাপত্তা জোরদারে থাকবে বাড়তি ব্যবস্থা। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করা হবে। এজন্য আমাদের প্রশাসন যেখানে যেমন কাজ করার দরকার সেখানে তেমনভাবে কাজ করছে।
এবারের পূজা উৎসবে কোথাও যেনো কোন অঘটন না ঘটে, এজন্য আমাদের সবাইকে নিজ জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব ও সহনশীলতার পরিচয় দেখাতে হবে। আর কোথাও কোন অঘটন ঘটলে তা তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করতে হবে। আমরা আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এবং ধর্মীয় পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে আগামী ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হব।
