মিরপুর প্রতিনিধি ॥ ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরীর দিক নির্দেশনায় ও কুষ্টিয়া মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হকের নেতৃত্বে বুধবার সকালে উপজেলা অফিসে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ২৬ টি পূজা মন্ডপে ২৬ টি কমিটি গঠন করে পাহারা দেবার সিদ্ধান্ত নেই উপজেলা কমিটি। সেইসঙ্গে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রেখে চলাফেরা এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে যেন কোন বিভেদ না থাকে সবাই একসঙ্গে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে কুষ্টিয়া জেলা কমিটির সঙ্গে মত বিনিময় ও আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল বুধবার (৯ অক্টোবর) বিকেল তিনটার সময় উপজেলা নেতাকর্মীদের নিয়ে জেলা কমিটির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। এ সময় আব্দুল হক জানান উপজেলার সকল নেতা কর্মীদের নিয়ে জেলা কমিটির সঙ্গে দলীয় অবকাঠামো ও শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হবে সেই সঙ্গে কোন দুষ্কৃতিকারী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দলের ওপর চাপিয়ে দিতে না পারে সেদিকে নজর রেখে কিভাবে চলাফেরা করা যায় সে বিষয়েও আলোচনা করা হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান, সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম, সদরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীন বিশ্বাস সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
