দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি পরিচালনা কমিটির সভা
কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি পরিচালনা কমিটির সভা
আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক সরকার আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে মতামত দেন, কমিটির সদস্য তারাগুনিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, দৌলতপুর কলেজের ক্রীড়া শিক্ষক মো. আবুল হোসেন ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. রেজাউল হক।
সভায় ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠান আগামী ১লা জুন অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

