আবারও মিরপুরের এলজিইডি কর্মচারী ইদ্রিস বেপরোয়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আবারও মিরপুরের এলজিইডি কর্মচারী ইদ্রিস বেপরোয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৬, ২০২৪

 

 

নিজ সংবাদ ॥ স্থানীয় সরকার বিভাগ এলজিইডি এর কর্মচারী ইদ্রিস সরদারের বিরুদ্ধে ব্যবসায়ীকে হামলার অভিযোগ  উঠেছে। গত ২ তারিখ রবিবার আনুমানিক রাত ১১.৩০ এর দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের  চারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে,  এ বিষয়ে  ব্যবসায়ী ভুক্তভোগী শহিদুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন যাহার জিডি নং-১৩৩। এ বিষয়ে ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান,

 

গত (২ জুন) সাড়ে ১১টার সময় মিরপুর থানাধীন চারুলিয়া বাজারে  একটি চায়ের দোকানে আমিসহ আমার এলাকার আরো লোকজন একত্রে বসেছিলাম। ঐ সময় কোন কারন ছাড়ায় বিবাদী মোঃ ইদ্রিস সরদার (৫৩) ও  তার ভাতিজা ক্যাডার জুয়েল সরদার (৩৫) ঘটনাস্থলে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমি উঠে দাড়িয়ে ধাক্কা মারার কারণ জানতে চাহিলে বিবাদী ইদ্রিস সরদার ও তার ভাতিজা ক্যাডার জুয়েল সরদার, আমার জামার কলার চেপে ধরিয়া কিল, ঘুষি মারে আমাকে চরমভাবে হেনস্থা করে এবং আমার গায়ে পরিধান কৃত জামা  টেনে ছিড়ে ফেলে।  

 

এ সময় স্থানীয় পান্টু ও মিরুসহ আশপাশের আরো লোকজন আগাইয়া আসিলে, বিবাদীদ্বয় ভবিষ্যতে আমাকে খুন জখম করবে এ মর্মে  ভয়-ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়।

 

এ বিষয়ে এলাকাবাসী সুত্রে জানা যায়, এলজিইডির এই কর্মচারী ইদ্রিসের নানা অপকর্মের কথা। একই এলাকায় চাকুরিতে পোষ্টিং হওয়ার কারনে এলাকায় ত্রাসের রাজত্ব  কায়েম করে  আসছে দীর্ঘদিন ধরে, এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার,সন্ত্রাসী কার্যকলাপ, মারামারি, নারী কেলেঙকারী, মাদক সেবন, রাস্তা নির্মান কাজে দূর্নীতি, অনিয়ম, কমিশন বানিজ্য, বিভিন্ন মানুষকে বিভিন্ন ভয়-ভীতি দেখানোসহ বিভিন্ন নির্বাচনে ভোট কেনাবেচা ভাগবাটয়ারার অভিযোগও আছে তার নামে, তাই এলাকাবাসী মনে করেন মিরপুর উপজেলায় বাড়ি এবং একই উপজেলায় চাকুরি করার কারনে এ সব অপকর্ম করছে সে। ইদ্রিসের এই নৈরাজ্য থেকে এলাকাবাসী বাঁচতে চায়। 

 

ইদ্রিসের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ বিষয়ে জানতে চাইলে, এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ইদ্রিসের বিরুদ্ধে এ রকম একটি অভিযোগের কথা আমি শুনেছি, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে। 

 

উল্লেখ্য মাস ছয়েক  আগে স্থানীয় এক চায়ের দোকানদার সাইদুল ইসলামসহ আরো ঐ পরিবারের ৫জনকে  হত্যার উদ্দেশ্যে হামলা করে কুপিয়ে জখম করেন এলজিইডি কর্মচারী এই  ইদ্রিস সরদার , সেসময় ভুক্তভোগী সাইদুল মিরপুর থানায় মামলা দায়ের করেন যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।