বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী রাধাগোবিন্দ জয়তু” প্রতিপাদ্যকে সামনে রেখে ২য় তম দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড, শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলামপুর দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে তিন দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
পরে একদিনের জন্য মহা প্রভুর ভোগ আরাধনা, নাম সমাপনান্তে কঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন, মহাপ্রভুর আরতী কীর্ত্তন, ভোগরাগ ও অপরাহ্নে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন বিজন কুমার।
আলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম মুস্তাক ও সার্বিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব ওলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ প্রতিনিধি, আবু দাউদ ও জাহাঙ্গীর আলম অর্ফেন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ। সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, সদর থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অলোক অধিকারী প্রমূখ।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপনাদের মাঝে এসেছি সংহতি প্রকাশের জন্য, যেহেতু এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা ধর্মীয় অনুষ্ঠান। ইতিপূর্বে আপনাদের মাঝে এসে আপনাদের সমস্যার কথা শুনেছি, সমাধানের চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে সামাজিক ধর্মীয় সম্পৃতিতে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি জন্মসূত্রে যেমন দেশের নাগরিক, তেমনি আপনারাও এদেশের নাগরিক। আমরা যেভাবে স্বাধীনতা ও অধিকার ভোগ করি, ঠিক একই ভাবে আমাদের সনাতনী ভাই ও বোনেরা স্বাধীনতা ও অধিকার ভোগ করবে।
দেশের অনেক জ্ঞানীরা সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে অবিহিত করতে চাই। কিন্তু আপনারা দেখেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কখনো আপনাদের সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই কনসেপ্টে বিশ্বাস করি না। আমরা মনেকরি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এ দেশের নাগরিক। এ দেশের উন্নয়নে আপনাদের সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা একবার আমাকে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করেছিলে। আমি দায়িত্ব পাওয়ার পরে যতটুকু সুযোগ পেয়েছি আপনাদের পাশে থেকেছি।
আগামী দিনে আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে পথ চলতে চাই। এলাকার বিভিন্ন সমস্যার কথা বলেছেন, সেগুলোও সমাধান হবে ইনশাআল্লাহ। এই দেশের রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের নেতা তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, আর এই ৩১ দফা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা জাতি ধর্ম-বর্ন নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
