আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক প্রতীকের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) কুমারখালী উপজেলার চর সাদীপুর ইউনিয়নে বিভিন্ন স্থানের দলীয় নেতা-কর্মীদের নিয়ে ট্রাকের বিজয়ে জনসাধারণের মাঝে গণসংযোগ ও জনসভা করেন। এছাড়াও চরসাদীপুর সহ বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারণ নারী-পুরুষ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় বক্তরা বলেন, যারা বলছে আমাদের সমর্থক নাই আজ তারা কোথায়? দেখুন আজ আমাদের গণসংযোগ জনস্রোতে পরিণত হয়েছে। এখন আর এ জনস্রোত দমিয়ে রাখার সুযোগ নেই। হাজার-হাজার সাধারণ ভোটার এখন আমাদের সমর্থক ।
মানুষ ভোটকেন্দ্র গিয়ে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। ৭ তারিখ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ বলেন, চরসাদীপুর ইউনিয়নের বাসিন্দারা আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা দেখালেন সত্যিই আমি মুগ্ধ। আমি সারাজীবন আপনাদের এ শ্রদ্ধা ও ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম। আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে আমাকে কেউ পরাজিত করতে পারবে না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাকারিয়া খান জেমস, সাবেক অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান, কুমারখালী পৌর কাউন্সিলর ফরিদ খান, কুমারখালী পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নবকুমার দত্ত, উপজেলা শ্রমিক লীগ নেতা সাদ্দাম সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
