বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন কুষ্টিয়ার কৃতিসন্তান মীর মোর্শেদ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন কুষ্টিয়ার কৃতিসন্তান মীর মোর্শেদ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২০, ২০২৩
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন কুষ্টিয়ার কৃতিসন্তান মীর মোর্শেদ

আগামী ২২ জুলাই বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২৪) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম প্রশাসনিক ভবনের চতুর্থ তলার হলরুমে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ ভোট প্রদান করবেন।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন কুষ্টিয়ার কৃতিসন্তান মীর মোর্শেদ

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন কুষ্টিয়ার কৃতিসন্তান মীর মোর্শেদ

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন কুষ্টিয়ার কৃতিসন্তান মীর মোর্শেদ

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুর্ষ্টিয়ার কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর শাখার উপ-রেজিস্ট্রার, ইবি কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের বর্তমান মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত। তিনি যাতে সভাপতি নির্বাচিত হতে পারেন এজন্য সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন।

এবিষয়ে সভাপতি প্রার্থী মীর মোঃ মোর্শেদুর রহমান বলেন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আমূল পরিবর্তন হয়েছে। কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন দাবি বাস্তবায়নে আমি দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি এবং করেই চলেছি। আশারাখি আমার এই কর্মের কথা কর্মকর্তা ভাই-বোনেরা মনে রাখবেন।

তিনি বলেন, মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আমি যদি সভাপতি নির্বাচিত হতে পারি তাহলে আমার পরিকল্পনা অনুযায়ী ফেডারেশনের অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করবো। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: