কুমারখালীতে ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে মতবিনিময় সভা
কুমারখালীতে ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে মতবিনিময় সভা। আসন্ন পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নভাবে উদযাপন করতে কুষ্টিয়ার কুমারখালীতে প্রশাসন, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কুমারখালীতে ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে মতবিনিময় সভা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, থানার ওসি মো. মোহসীন হোসাইন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিক, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, সাংবাদিক কেএমআর শাহীনসহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘ ঈদ বা যেকোনো উৎসব আসলেই মাদকের সেবন ও নাশকতার পাঁয়তারা বেড়ে যায়। অপ্রাপ্তবয়স্ক চালক ও অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার। উচ্চ শব্দে মোড়েমোড়ে গানবাজনার আয়োজন করা। যত্রতত্র পশুর বর্জ ফেলা হয়। এতে ঈদের আনন্দ ও স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন হয়। সেজন্য নির্বিঘ্নে উৎসব কাটানোর জন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান বক্তারা।’

