আগামী নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষের বিজয় হবে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আগামী নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষের বিজয় হবে: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২২, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ আসনের অন্তর্গত শহরের ১৯ নং ওয়ার্ডে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নির্বাচনী প্রচারণা সম্পর্কিত জনসভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ৩ টার দিকে শহরের জগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল। সার্বিক সঞ্চালনা করেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন। সার্বিক তত্বাবধানে ছিলেন, সদর থানা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন খান মিন্টু ও ১৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম চায়না। সার্বিক সহযোগিতা করেন ১৯ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, গত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারা যে ক্ষুধা রয়েছে জনগণের মধ্যে তা এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা সকল জনগোষ্ঠী এক হয়ে গত বছরে আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছি। বিগত বঞ্চনাকে মাথায় নিয়ে এবারের নির্বাচনে ভোটটা কাজে লাগাতে হবে। এদেশের উন্নয়নে দেশ নায়ক তারেক রহমানের বিকল্প নেই। সে লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ধানের শীষের বিজয় হলে জনগন তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। কুষ্টিয়া-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নির্বাচিত হয়ে সংসদে গেলে কুষ্টিয়া হবে একটি আধুনিক জেলা। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাকির হোসেন সরকারের নেতৃত্বে ক্লিন কুষ্টিয়া” গ্রীণ কুষ্টিয়ার তত্বাবধানে শহরের চিত্র পরিবর্তন হতে শুরু করেছে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, জনগণের ভোটের নির্বাচন হবে, তাই কুষ্টিয়ার উন্নয়ন পেতে ধানের শীষের বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করুন। আপনাদের আশা আকাঙ্খা পূরন হবে ইনশাআল্লাহ।

এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ভালোভাবে জীবন যাপন করতে পারবে। আমি বিশ্বাস করি, বিগত আওয়ামী ফ্যাসিস সরকারের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ এবার ব্যালট বিপ্লব ঘটাবে। কুষ্টিয়ার মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে রায় দিয়ে ধানের শীষে ভোট দেবে। তিনি বলেন, আপনারা জানেন কুষ্টিয়া জগতি রেল স্টেশন দেশের প্রথম স্টেশন। কিন্তু স্বৈরাচারী সরকারের আমলে এই স্টেশনকে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। জনগণ যতি আমাকে সমর্থন দিয়ে তথা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে কুষ্টিয়া শহরের মাঝ থেকে রেল লাইন উঠিয়ে প্রতিস্থাপন করা হবে। এতে শহরের যানযট কমে যাবে। এই কুষ্টিয়া জগতি রেল স্টেশন পুনরায় চালু করা হবে এবং এখানে ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতি হবে।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বেগম খালেদা জিয়া বিগত রাজবাড়ীতে একটি জনসভায় বলেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেলে পাটুরিয়া- দৌলদিয়া ঘাটে সেতু নির্মান করা হবে। এবারের নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ওখানে সেতু নির্মান করা হবে। এতে করে আমরা কুষ্টিয়াবাসীসহ আসে পাশের কয়েকটি জেলার মানুষ এর সুফল ভোগ করবো। পাটুরিয়া-দৌলদিয়ায় সেতু হলে সড়ক ও রেল লাইনের ব্যবস্থা থাকবে আর আমরা কুষ্টিয়াবাসী দুই ঘন্টায় ঢাকাতে পৌছাতে পারবো। ইতিমধ্যে কুষ্টিয়া শহর বাংলাদেশের মধ্যে ২য় শহর হিসেবে বিবেচিত হয়েছে। দেশের পরিস্থিতির পরে ক্লিন কুষ্টিয়া, গ্রীন কুষ্টিয়ার সার্বিক তত্বাবধানে আমরা পরিচ্ছন্ন শহর ও সবুজায়ন শহর গড়ে তুলতে কাজ চলমান রয়েছে। বিগত স্বৈরাচার আমলা কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন হয়নি, একটু বৃষ্টি হলেই ড্রেনে পানি জমে যায়। আওয়ামী ফ্যাসিসরা ক্ষমতায় থেকে উন্নয়নের নামে দুর্নীতি করেছে। কিন্তু আমরা আপনাদের আশাবাদী করতে চাই, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কুষ্টিয়াবাসীর সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।