আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজ দখলবাজের মুলহোতা খাকসার গ্রেপ্তার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজ দখলবাজের মুলহোতা খাকসার গ্রেপ্তার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৭, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আইলচারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাকসার জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার  (৬ অক্টোবর) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত খাকসার জোয়ার্দার বড় আইলচারা গ্রামের মৃত ছবেদ আলী জোয়ার্দারের ছেলে। আওয়ামী লীগ সরকার থাকাকালে প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য করেছে খাকসার।

বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তিনি। অবৈধভাবে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের পশুহাট সংলগ্ন জিকের খালের জায়গা দখল করে বেশ কয়েকটি ডবল সাটার দোকান নির্মাণ করে খাকসার। আইলচারা মহা বিদ্যালয়ে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছে। পেশী শক্তির বলে আইলচারা মহাবিদ্যালয়ের নামে এই সরকারি জিকের ক্যানালের ভেতর দখল নেয় খাকসার ও তার লোকজন। সুযোগ বুঝে সেই জমিতে ডবল সাটার ১৩ টি দোকান নির্মাণ করেছে তারা।

এই দোকানগুলোর মধ্যে আইলচারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতালেব বিশ্বাস  ও সাধারণ সম্পাদক খাকসার জোয়ার্দার,  স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ সহ তাদের লোকজন দখলেই রেখেছেন। সরকারি জিকের জমি দখল করে লাখ লাখ টাকা কামিয়েছে তারা। তবে লিজ কখনোই ছিলনা। স্থানীয়রা জানান, জিকে ক্যানালের ভিতরে এই মার্কেট নির্মাণ করেছে খাকসার ও তার লোকজন। তাছাড়া প্রতিটি দোকান ৪ লক্ষ টাকায় বিক্রি হয়।

এছাড়াও হাসিনা সরকারের আমলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, গতকাল রোববার দুপুরে খাকসারকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।