দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই)সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন।

দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি মো. টিপু নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও (প.প) কর্মকর্তা মো. তৌহিদুল হাসান তুহিন, ওসি তদন্ত মো. রাকিব হাসান, উপজেলা প্রকৌশলী মো. রাকিব হোসাইন, পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার কে ই তুহিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. খাদিমুল ইসলাম,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু, সিনিয়র সাংবাদিক মো.সাইফুল ইসলাম শাহীন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বিস্তার আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা নিয়ে যে সকল সমস্যা আছে তা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
![]()
