অস্ত্র-মাদকের দুনিয়াতে হানার আবারো নতুন জীবন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অস্ত্র-মাদকের দুনিয়াতে হানার আবারো নতুন জীবন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ রাজনীতি, চরাঞ্চলের মাঠের জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও লোকদেখানো ঘাটের ইজারার আড়ালে অস্ত্র ও মাদক ফেন্সিডিল ব্যবসা করে জিরো থেকে হিরো বনে যাওয়া আব্দুল হান্নান (হানা প্রামানিক) এখন পূর্ব ফিলিপনগর-মরিচা ইউনিয়নের আতঙ্ক। পার্শ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র ও ফেন্সিডিল আমদানিকারক হিসেবে পরিচিত পূর্ব ফিলিপনগর ইউনিয়নের মৃত জামাত প্রামানিকের ছেলে কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যাবসায়ী, মার্ডারার আব্দুল হান্নান ওরফে হানা প্রামানিক বর্তমান অস্ত্র ও মাদক ব্যবসার এক মহানায়কের নাম। হানা এক সময় পূর্ব ফিলিপনগর কাচারীপাড়া গোরস্থান হতে দুই ও তিন টন ওজনের পিকআপ লোড করে ঢাকাতে অস্ত্র ও ফেন্সিডিল আমদানি করতো। স্থানীয়ভাবে চরাঞ্চলে পদ্মার মধ্য চরে জেগে ওঠা একাধিক জমি মালিকদের অভিযোগ রয়েছে অস্ত্র ও মাদকসম্রাট হানার বিরুদ্ধে।

এদিকে বর্তমানে চরাঞ্চলের ত্রাস “টুকু ও গিট্টু সোহাগ” বাহিনী দিয়ে অস্ত্র প্রদর্শন করে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে ফিলিপনগর মরিচা, চিলমারী ইউনিয়ন জুড়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন হানা প্রামানিক গংরা। শুধু তা ই নয়, ৫-ই-আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ৩০-সেপ্টেম্বর ২০২৪, ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নঈম উদ্দিন সেন্টু চেয়ারম্যান হত্যাকান্ডের ঘটনা ঘটে, তখন পদ্মা নদীতে ভরপুর পানি, স্থানীয় তথ্যমতে, সেন্টু চেয়ারম্যান হত্যাকান্ডে অংশগ্রহণকারী শ্যুটারদের আশ্রয় দিয়ে অস্ত্রগুলো মজুদ রেখে নৌকাযোগে হত্যাকারীদের পলায়ন করতে সর্বোচ্চ সহযোগিতা করেছে হানা সহ তার গংরা। এর পরপরই বেশ কিছুদিন আত্মগোপনে ছিলো হানা সহ তাঁর গংরা।

তবে এর কিছুদিন পরপরই সর্ব প্রথম দৌলতপুরে লুটপাটের ঘটনা ঘটেছে কথিত রাজু হত্যাকান্ড বিষয়ে, এই ঘটনাকে ইস্যু করে আলোচিত মহিষ লুটের ঘটনা ঘটে। যাহার নেতৃত্ব দিয়েছে হানা প্রামানিক নিজে থেকে। হানার চরাঞ্চল জুড়ে রয়েছে একটি অস্ত্রধারী সন্ত্রাসী গ্যাং এসব অস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে তিনি ফিলিপনগর মরিচা, চিলমারী ইউনিয়ন নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে গেলে,হানা নিজে পদ্মার চরে চাষ আবাদ করে বলে দাবি করলেও অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জবরদখল করে জমি বাগিয়ে নিয়েছেন অনেকের ফসলি জমি দখলের অভিযোগ রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তার গংএর সকলকে নিয়ে সিন্ডিকেট গড়ে মাদক ব্যবসায় হানার আধিপত্য বিস্তার করেছে চর জুড়ে। সে একাই জড়িত নয়’ এ ব্যবসায় জড়িত হানার শশুরকুলের আত্মীয় বৈরাগীরচর বড় মসজিদ পাড়া গ্রামের একরাম কুরির ছেলে, কুখ্যাত মাদক ব্যাবসায়ী, একাধিক মাদক মামলার আসামী শাহীন কুরি।

বর্তমানে এই শাহীন কুরি হানার মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদকের সাথে অস্ত্রের চালান আমদানি করে বিভিন্ন কৌশলে ঢাকাতে পাঠায় বলে স্থানীয়ভাবে তথ্য পাওয়া গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল দপ্তর সদা তৎপর থাকার পরেও মাদক, অস্ত্র এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কে চ্যালেঞ্জ করলেও এসব সন্ত্রাসী মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কিছু স্বার্থন্বেষী নেতারা। তবে ইতিপূর্বে ফিলিপনগর,মরিচা ইউনিয়নের সন্ত্রাসী বাহিনী ”গিট্টু সোহাগ ও টুকু” বিষয়ে সংবাদ প্রকাশে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও হানার নাম পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে একাধিকবার ফোনকল করা হলেও আব্দুল হান্নান (হানা প্রামানিক) ফোনকল রিসিভ করেনি।