অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৩
অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন

বৃহঃবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় খাদ্য মন্ত্রাণালয়ের আয়োজনে ভার্চুয়ালি অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের এনডিসি (সচিব) ইসমাইল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন

অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন

অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন

এই বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে থেকে উক্ত প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের, জেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, সরকারী খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ এবং বাংলাদেশ রাইস মিল অ্যাসেসিয়েশন ও রশীদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। খাদ্য মন্ত্রীর প্রশ্নের জবাবে বাংলাদেশ রাইস মিল অ্যাসেসিয়েশন ও রশীদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ বলেন, কুষ্টিয়া জেলায় যা বরাদ্দ এসেছে তা আমরা সম্পূর্ণ করবো এবং দ্রুত কিভাবে আমন চাল ও ধান সংগ্রহ শেষ করা যায় সেই বিষয়েও আমরা ব্যবস্থা নিবো।

গত মৌসুমের কুষ্টিয়ার মিল মালিকেরা তাদের জন্য নির্ধারিত আমন ধান ও চাল সরকারী খাদ্য গোদামে দিতে ব্যর্থ হওয়ায় যে সকল মিলারদের সিকিউরিটি আটকিয়ে রাখা হয়েছে, সেই আটকিয়ে রাখা সিকিউরিটি ফিরিয়ে দেওয়ার জন্য খাদ্য মন্ত্রীকে মিল মালিকদের পক্ষ থেকে অনুরোধ জানান আলহাজ¦ আব্দুর রশিদ। এছাড়াও মৌসুমের শুরুতেই চালের বাজার বেশী হওয়ার কারণ দেখিয়ে সরকার নির্ধারিত মূল্য বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রীকে বিশেষ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও যে সমস্ত মিল মালিকেরা সরকার নির্ধারিত শতভাগ চাউল দিতে পারবে তাদের জন্য বিশেষ বোনাস দিলে মিল মালিকেরা বেশী আগ্রহী হবে বলে মনে করেন আলহাজ¦ আব্দুর রশিদ। ধানের দাম বাড়ছে কেন খাদ্য মন্ত্রীর এমন প্রশ্নের জবাবে আলহাজ¦ আব্দুর রশিদ বলেন, আগে থেকেই ধানের দাম বাড়তি, তবে ধানের বাজার বর্তমানে কিছুটা নিন্মমূখী রয়েছে।

কুষ্টিয়া জেলার জন্য চলতি মৌসুমে সরকার নির্ধারিত ৪৪ টাকা কেজি দরে ১৭৩টি চুক্তিযোগ্য মিল মালিকদের নিকট থেকে ১৪ হাজার ৯’শ ৩৯ মেট্রিক টন চাল এবং ৩০ কেজি বা ১২০০ টাকা মণ দরে ৩৬৬৯ মেট্রিক টন সংগ্রহের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষমাত্রার ৮০ শতাংশের উপরে ধান ’কৃষকের অ্যাপ’র মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে এবং আগামী ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখ পর্যন্ত প্রান্তিক পর্যায়ের যে কোন কৃষক বিনা খরচে অনলাইনে ’কৃষকের অ্যাপ’ এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের ৬টি উপজেলার ৮টি এলএসডির অনুকূলে ৭টি এলএসডির সিদ্ধ চাল সংগ্রহের জন্য বিভাজন অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলা থেকে ৬৩১২ দশমিক ৯৬০ মেট্রিকটন, কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলএসডি থেকে ৬৩৯৬ দশমিক ৯৩০ মেট্রিকটন, কুমারখালী উপজেলা থেকে ৪২৯ মেট্রিকটন, খোকসা উপজেলা থেকে ২৪৬ দশমিক ৯৯০ মেট্রিকটন, ভেড়ামারা উপজেলা থেকে ২৪ মেট্রিকটন, কুমারখালী উপজেলা থেকে ৪০৯ দশমিক ৪১০ মেট্রিকটন এর মিরপুর উপজেলার হালসা এলএসডি থেকে ৫১৭ দশমিক ৫৯০ মেট্রিকটন। চলতি আমন মৌসুমে চাল সংগ্রহের জন্য মিল মালিকদের সাথে চুক্তির জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন গত ২২ নভেম্বর নোটিশ দিয়েছেন বলে জানা গেছে এবং তার ভাষ্যমতে ২০২৪ সালের ২৮ শে ফেব্রুয়ারীর মধ্যে এই মৌসুমের ধান ও চাল সংগ্রহ শেষ হবে।