কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৯, ২০২৩
কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে অভিযান। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী স্থাপনা ও নিজস্ব স্থাপনার বাইরে বাড়ি নির্মাণ করায় তা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

২০টিরও অধিক ছোটবড় অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা চৌধুরী বুলবুল জানান কুষ্টিয়া পৌরসভার নেতৃত্বে পৌর এলাকার পশ্চিম মজমপুর, উদিবাড়ি, চৌড়হাস মোড়, বড়বাজার রেলগেট, পৌরবাজার থানামোড়, বঙ্গবন্ধু চত্বর স্যার ইকবাল রোডসহ স্যার সৈয়দ আহম্মেদ সড়ক পযর্ন্ত পৌর এলাকার নির্মিত ২০টির ও অধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান এটি নিয়মিত অভিযান। পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ স্থাপনা নির্মাণ করেন। এছাড়া নিজস্ব স্থাপনার বাইরে পৌরসভার নিজস্ব জায়গায় এমনকি অন্যের জমির মধ্যে নিয়ম বহির্ভূত স্থাপনা নির্মাণ এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এসময় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে উপস্থিত ছিলেন ১৮নং ওর্য়াডের কাউন্সিলর শাহ্জালাল, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মঞ্জুরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ ফিরোজ আজম সার্ভেয়ার আব্দুল মান্নানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: