কুষ্টিয়ায় সুশীল প্রকল্পের গবেষণা ফলাফল অবহিতকরণ কর্মশালা
০৮ অক্টোবর, ২০২৩ একশন এইড বাংলাদেশ, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে সুশীল: সাপোর্টিং দ্য ইউনিটি এন্ড সাস্টেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস্ (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস্, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল অব ল’ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বাংলাদেশে তৃণমূল সিএসও’র জন্য সহায়ক পরিবেশ সৃষ্টিঃ আইন, বিধি-বিধান, প্র-বিধান এবং এবং নীতি বাস্তবায়নে সার্বিক চ্যালেঞ্জ ও সুপারিশমালা সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালা দিশা টাওয়ার, কুষ্টিয়া-তে অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় সুশীল প্রকল্পের গবেষণা ফলাফল অবহিতকরণ কর্মশালা
সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। গবেষণা ফলাফল উপস্থাপন করেন ডিরেক্টর, রিসাসর্, সিপিজে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ড. সঞ্জিব হোসেন। অতিথি হিসেবে সিভিল সার্জন কুষ্টিয়া-এঁর প্রতিনিধি জনাব ডাঃ ইয়াসমিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা শাম্মি আক্তার যুথি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইনস্ট্রাক্টর লুৎফুন দবির, কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা এস আই ফাল্গুণী অধিকারী, দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া রাইফেল ক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাকি, একশন এইড বাংলাদেশ-এর প্রতিনিধি মৌসুমী বিশ্বাস এবং নুসরাত আইরীন ।
জেবুননেছা সবুজ প্রধান শিক্ষক, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া চাঁদ সূলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং জিকে মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষকবৃন্দ, নির্বাহী পরিচালক পিপাশা, নিকুশিমাজ, নিকুঞ্জ, আলো, পল্লী সেবা সমিতি সহ বিভিন্ন সিএসও’র প্রতিনিধি, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভাটি সার্বিকভাবে সঞ্চালনা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্মসূচী সমন্বয়কারী জায়েদুল হক মতিন। উন্মুক্ত আলোচনায় গবেষণা প্রতিবেদনের উপর সিএসও’র প্রতিনিধিগণ এবং সাংবাদিকগণ নিজস্ব মতামত তুলে ধরেন।
![]()
সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে গবেষণা প্রতিবেদনের ভূয়সী প্রসংসা করেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জনগণকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং সেবার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতকরণে কাজ করছেন বলে অভিমত ব্যক্ত করেন। রেজিস্ট্রেশন সংক্রান্ত অভিযোগগুলো নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
