কুমারখালীতে গুলিবিদ্ধ জেলে হাসপাতালে ভর্তি, অবস্থা গুরুতর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে গুলিবিদ্ধ জেলে হাসপাতালে ভর্তি, অবস্থা গুরুতর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১১, ২০২৩
কুমারখালীতে গুলিবিদ্ধ জেলে হাসপাতালে ভর্তি, অবস্থা গুরুতর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বলছেন, তাঁর অবস্থা গুরুতর।

কুমারখালীতে গুলিবিদ্ধ জেলে হাসপাতালে ভর্তি, অবস্থা গুরুতর

কুমারখালীতে গুলিবিদ্ধ জেলে হাসপাতালে ভর্তি, অবস্থা গুরুতর

কুমারখালীতে গুলিবিদ্ধ জেলে হাসপাতালে ভর্তি, অবস্থা গুরুতর

সোমবার রাত সাড়ে এগারোটার দিকে কয়া ইউনিয়নের বেড়কালোয়া গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ঝন্টু শেখ (৪৫) একই ইউনিয়নের পার্শ্ববর্তী বাড়াদি গ্রামের বাসিন্দা।

হাসপাতালের জরুরি বিভাগে ঝন্টু শেখের ছেলে মিঠুন শেখ সাংবাদিকদের বলেন, রাতে তাঁর বাবা মোড়ের একটি দোকানের সামনে ছিলেন। সেখানে আরও কয়েকজন ছিলেন। হঠাৎ কয়েকজন এসে গুলি করে। এতে তাঁর বাবা গুলিবিদ্ধ হন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মিঠুন শেখ আরও বলেন,‘জেনেছি সেখানে থাকা ইয়ারুল নামে একজনকে গুলি করতে রিপন নামে একজন এসেছিল। ওই গুলি বাবার পেট ও বুকের মাঝে বামপাশে লাগে।’

আহত ঝন্টু শেখ সাংবাদিকদের বলেন, ‘মোড়ে গ্যাঞ্জাম হচ্ছিল। সেখানে ছিলাম। কারেন্ট ছিল না। আঁধারে বুঝতে পারিনি। হঠাৎ একটা গুলি এসে লাগে। এরপর আর কিছু বুঝতে পারিনি।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইকবাল হোসেন বলেন, ঝন্টু শেখকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে বলে জানা গেছে। গুলি শরীরের ভেতরেই আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। অস্ত্রোপাচার করতে হবে।

এ ঘটনার বিষয়ে জানতে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইনের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হয়। ফোন না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: