অবরোধের ডাক দিয়ে বিএনপি জামায়াতের নেতারা পালিয়েছে : এমপি জর্জ
কুষ্টিয়া কুমারখালীতে সরকারে বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই দেশে ছেলে সন্তানকে দেখেনা। সন্তান বাবা – মাকে দেখেনা। ভাই ভাইকে দেখেনা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের চেনেনা, তবুও দেখে। আপনারা এখানে কষ্ট করে এসেছেন। আপনারা বথা বলেছেন। আপনাদের সাথে কথা বলে আমারও ভাল লাগছে। আপনারা বাসায় গিয়ে সবাইকে বলবেন – এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ। অতএব আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিতে আপনি এবং আপনার পরিবারবর্গকে ঐক্যবদ্ধ করবেন।

অবরোধের ডাক দিয়ে বিএনপি জামায়াতের নেতারা পালিয়েছে : এমপি জর্জ
বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক, মুক্তিযোদ্ধাসহ প্রায় ৫২ প্রকার ভাতা প্রদানের আওতায় কোটি কোটি টাকা উপকারভোগীদের ঘরে পৌছে দিচ্ছেন।’ শেখ হাসিনার নৌকা এই দেশ কে আলোকিত করছে। বিএনপি জামায়াত অবরোধ কর্মসূচি দিয়ে সবাই পালিয়েছে। ঘরের মধ্যে থেকে আবাসিক নেতা প্রেস নোট লিখে পালিয়ে থাকেন।
রোববার (৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ১০ হাজার উপকারভোগীদের সাথে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মতববিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে, মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার ওসি আকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, বীরমুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী।
মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা হতে প্রায় ১০ হাজার উপকারভোগী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধি, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয় সেসব হয়রানি কিভাবে নির্মুল করা যায় সেসব বিষয়েও আলোচনা করেন অতিথিরা।
