আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু বলেছেন, কুষ্টিয়া সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা কালে দেখতে পেলাম অবকাঠামোগত উন্নয়নের দিকদিয়ে আমরা এখনও পিছিয়ে আছি।

আরও লক্ষ্য করছি যে, হতদরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে আমাদের আরও প্রকল্পগ্রহণ করতে হবে। তা নাহলে তাদের কষ্টের জীবন থেকে মুক্ত করা যাবেনা। তণু বলেন, অবকাঠামোগত উন্নয়ন এবং হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটাতে হয় তা আমার জানা আছে। আমার পিতা পৌর এলাকায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন করেছেন। সিডিসি গঠনের মাধ্যমে হতদরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন। তাঁর সেই কর্মদক্ষতা আমি কাজে লাগাতে চাই। নির্বাচিত হলে যেসব রাস্তাঘাট, ড্রেন ও নদীনালার উন্নয়নের প্রয়োজন সেগুলো অতি দ্রুত করার চেষ্টা করবো এবং বহুমুখি প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করবো। গতকাল দিনব্যাপি কুষ্টিয়া শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিজকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তিনি সদর উপজেলার ভাদালিয়া স্বর্গপুর, শহরের চৌড়হাস, জগতিসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগ করেন।
