অফিস সহায়ক কাম নৈশ প্রহরী পদে এনআইডি জালিয়াতি করে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অফিস সহায়ক কাম নৈশ প্রহরী পদে এনআইডি জালিয়াতি করে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৪

আব্দুস সবুর ॥ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ-প্রহরী পদে ২০১২ সালে তাঁর এনআইডি কার্ড জালিয়াতি করে নিয়োগ পেয়েছেন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইসলামপুর গ্রামের দিদার সরকারের ছেলে আব্দুল জলিল সরকার। অনুসন্ধানে বেরিয়ে এসেছে আব্দুল জলিল সরকার তৎকালীন সময়ের সরকার দলীয় নেতাদের প্রভাব খাটিয়ে দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের ২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার বিশেষ কৌশলে আব্দুল জলিল লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ পায়। অফিস সহায়ক কাম নৈশপ্রহরী পদে আব্দুল জলিল ক্ষমতার অপব্যবহার করে একক প্রার্থী ছিলেন। ৩ নং ফিলিপনগর ইসলামপুর ২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি ছিলেন আনসারুল হক, তিনি নিয়োগপ্রাপ্ত আব্দুল জলিলের আপন চাচাতো ভাই।

তবে উল্লেখিত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তৎকালীন এটিও স্যার, স্কুলের সভাপতি ও তৎকালীন এমপি’র প্রতিনিধির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগপ্রাপ্ত আব্দুল জলিল তাঁর এনআইডি জালিয়াতি করে নিয়োগ বিষয়ে আমি কিছুই জানিনা। তৎকালীন সভাপতি, এটিও স্যার ও এমপি’র প্রতিনিধি, এরাই  প্রার্থীতা পদের কাগজপত্র  যাচাইবাছাই করেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নিয়োগটি অনেক পূর্বে হয়েছে,আমি এসেছি মাত্র দুই বছর হলো, বিষয়টি অবগত হলাম  অভিযোগ পেলে তদন্তপর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো। এদিকে উল্লেখিত বিষয়ের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি জানলাম, অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।