অপরিকল্পিতভাবে নগরায়নই জনদুর্ভোগ সৃষ্টির কারণ: জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শারমিন আখতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অপরিকল্পিতভাবে নগরায়নই জনদুর্ভোগ সৃষ্টির কারণ: জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শারমিন আখতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৮, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ গতকাল সোমবার  (৭ অক্টোবর ) সকাল দশটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতার এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ কুষ্টিয়া এর আয়োজনে “তরুণদের সম্পৃক্ত করি, উন্নয়ন নগরি গড়ি” এই প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোঃ মিজানুর রহমান,

গণপূর্ত বিভাগ কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী (ইএম) কবির মোড়ল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া উপ-পরিচালক পারভীন আক্তার, উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়া উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা) মোঃ মহসীন উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা ) আদিত্য পাল,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মোঃ জাহিদ হাসান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ই-সেবা কেন্দ্র ও স্থানীয় সরকার শাখা) আবু সালেহ মোঃ নাসিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মুমতাহিনা পৃথুলা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা সৈয়দা আফিয়া মাসুমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস এন্ড স্টেশনারি শাখা ও লাইব্রেরি শাখা) ফারজানা সুলতানা,

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মোঃ আব্দুর রকিব, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শারমিন আখতার বলেন, আমাদের যে কয়টি মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে বাসস্থান একটি অন্যতম মৌলিক চাহিদা। কিন্তু অপরিকল্পিতভাবে নগরায়নের ফলে দেশে জনগণের জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর কারণ হচ্ছে আমরা যখন কোন কাজ করতে যায় তখন জাতীয় স্বার্থ কিংবা সামাজিক স্বার্থ বিবেচনা না করে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেই। এর ফলে বৃষ্টি মৌসুমে শহরের বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে। আর যেটুকু ড্রেনেজ ব্যবস্থা আছে তার সঠিক  ব্যবহার হচ্ছে না। তাই আমাদের জাতীয় ও সামাজিক স্বার্থ বিবেচনা করে নিজ অবস্থান থেকে উন্নত নগরায়ন গড়ে তোলায় ভূমিকা রাখতে হবে।