অতি দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : শারমিন আখতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অতি দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : শারমিন আখতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর ) সকাল দশটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতার এর সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা), কুষ্টিয়া মোঃ জাহাঙ্গীর, কুষ্টিয়া বিজিবি এর সিও, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারা আকাশ কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমারখালী এস এম মিকাইল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোকসা ইরুফা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরপুর বিবি করিমুন্নেছা। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা) মোঃ মহসীন উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা ) আদিত্য পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) মোঃ রাহাতুল করিম মিজান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মোঃ জাহিদ হাসান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ই-সেবা কেন্দ্র ও স্থানীয় সরকার শাখা) আবু সালেহ মোঃ নাসিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মুমতাহিনা পৃথুলা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা সৈয়দা আফিয়া মাসুমা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস এন্ড স্টেশনারি শাখা ও লাইব্রেরি শাখা) ফারজানা সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মোঃ আব্দুর রকিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া উপপরিচালক পারভীন আখতার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মোঃ আব্দুল লতিফ সেখ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, আমরা যখন কোন রাজনৈতিক সরকারের সময় কাজ করি তখন আমাদের এক ধরনের পরিস্থিতি থাকে কিন্তু বর্তমানে আমরা এখন ফ্রি অর্থাৎ আমাদের পেশাদারিত্বের সাথে কাজ করা এবং দায়িত্ব পালন করার মত একটা অবস্থা রয়েছে। আমরা এখন অনেকটাই চাপমুক্ত। আমরা জেলার সব দপ্তর এক যোগে কাজ করলে সাধারণ মানুষ আমাদের থেকে যে সেবা আশা করে সেই কাঙ্খিত সেবাটা দিতে সক্ষম হব।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতার বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করছে তাদেরকে অপসারণ করার জন্য বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কুষ্টিয়াও এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাই আর যেন এমন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং ফেসবুকের গুজব বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়াও জেলা প্রশাসক বলেন কুষ্টিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারিত যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ ছাড়াও জেলার অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করে চলেছে। আমার আশা অতি দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে।