অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
সোমবার (২০ মার্চ/২০২৩) এ উপলক্ষে অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে নবীনবরণ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,রাজনীতিবিদ,শিক্ষা অনুরাগী,কলম সৈনিক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার,অত্র বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আমানুল্লাহ, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার বলেন, ‘তোমাদের মধ্যে যাদের আজ কথা বলার ছিল, তারা বলেছো। আমরা শুনলাম। ভালো লাগলো। তোমাদের মুখ থেকে তোমাদের গর্বিত গুণী শিক্ষকদের কথা আমাকে আশ্বস্ত করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো করবে। গুণী শিক্ষকেরা তোমাদের আলোর দিকে যেতে সহযোগিতা করবে। এখন জীবনটা গড়ে নেওয়ার সময়। আদর্শবান মানুষ হতে হবে। সমস্ত গুণে গুণান্বিত হও। দেশের কল্যাণে কাজ করতে হবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম সরওয়ার (নাসির) প্রধান শিক্ষক অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারী বৃন্দ।
