খোকসা গড়াই নদীতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
কুষ্টিয়ার খোকসা উপজেলার ১ নং খোকসা ইউনিয়নের হেলিপ্যাড নামক স্থানে গড়াই নদীতে ২৪ ঘন্টার ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।

খোকসা গড়াই নদীতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে বুধবার উপজেলার ওসমানপুর খানপুর এলাকায় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।একদিনের ব্যবধানে ২টি লাশ উদ্ধার হওয়ায় খোকসাবাসি আতংকে দিন পার করছে।
![]()
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফা হাবিবউল্লাহ জানান,রুপপুর নৌ পুলিশকে জানানো হয়েছে থানার এসআই জামাল হোসেন ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছেন।
