মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এমপির সহায়তা প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এমপির সহায়তা প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২০, ২০২৩
মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এমপির সহায়তা প্রদান

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার বর্গের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এমপি।

মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এমপির সহায়তা প্রদান

মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এমপির সহায়তা প্রদান

মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এমপির সহায়তা প্রদান

শনিবার (২০মে) সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন মিরপুরের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ০২ মিরপুর ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী।

মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এমপির সহায়তা প্রদান

মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এমপির সহায়তা প্রদান

এ সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবার বর্গের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জাসদের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: