প্রতি বছরের ন্যায় কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নে ৫ শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা উজানগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান জাহাঙ্গীর কবির লিপটন এই মহতী উদ্যোগ নেয়।
উজানগ্রাম ইউনিয়নে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বুধবার সকাল ১০টায় সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় দুর্বাচারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের বাড়ির আঙিনায় ৫’শত দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বককার সিদ্দিকী।
এ সময় কৃষকলীগের আহবায়ক আব্দুল মজিদ মন্ডল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, উজানগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, আলম মন্ডল, রফিকুল ইসলাম, সাবকে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন,নাসিরউদ্দিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাবানা ইয়াসমিন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী নিতে আসা কয়েকজন জানান, প্রতি বছর রমজান,কোরবানি ঈদসহ বিভিন্ন সময়ে লিপটন আমাদের সহায়তা দিয়ে থাকেন। সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তারা বড়ই ভালো মানুষ। তার কাছ থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। আমরা তাদের জন্য দোয়া করি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের দাতা ও সমন্বয়ক জাহাঙ্গীর কবির লিপটন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ সামগ্রী বিতরণের অংশ হিসেবে ৫ শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, আমি সবসময় কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুবউল আলম হানিফ ভাই ও সদর উপেজলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ভাইয়ের নেতৃত্বে গরীব ও অসহায়দের পাশে ছিলাম। আপনারা বর্তমান সরকারের উন্নয়ন সম্ভাবনা ধরে রাখতে চাইলে আবারো নৌকায় ভোট দিয়ে হানিফ ভাইকে জয়যুক্ত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাদের পাশে থেকে সেবা করে যাবো। আমার কোন কিছু চাওয়া-পাওয়ার নেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একব্বার মুন্সি।