কুষ্টিয়ায় ঠিকাদার ছাড়াই ভবন নির্মাণ করলেন মাদ্রাসার সভাপতি!

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ১৪ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম আলিম মাদ্রাসার ভবন সংস্কারের কাজ পায় কুষ্টিয়ার প্রীথি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদার বিষয়টি জানেন না। জানেন না সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও। তবুও গোপনে নিজ ক্ষমতায় ভবন সংস্কার কাজের বদলে মাদ্রাসার ভবন নির্মাণ কাজ করেছেন মাদ্রাসা পরিচালনা পরিষদের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক।

কুষ্টিয়ায় ঠিকাদার ছাড়াই ভবন নির্মাণ করলেন মাদ্রাসার সভাপতি!

কুষ্টিয়ায় ঠিকাদার ছাড়াই ভবন নির্মাণ করলেন মাদ্রাসার সভাপতি!
কুষ্টিয়ায় ঠিকাদার ছাড়াই ভবন নির্মাণ করলেন মাদ্রাসার সভাপতি!

এ ক্ষেত্রে মানা হয়নি ভবন নির্মাণের নকশা ও সরকারি নিয়মনীতি। নিয়মবহির্ভূত ও অবৈধভাবে বাড়তি লাভের আশায় নির্মাণ কাজ করা হয়েছে লোকচক্ষুর আড়ালে।

এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারেরও অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ আগেই মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতির ভবন নির্মাণ করা নিয়ে এমন কান্ডে হতবাক হয়েছেন ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সংশ্লিষ্ট দপ্তর বলছে,ওই মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক তাদের তালিকাভুক্ত ঠিকাদার নন। এ নির্মাণ কাজে তার সংশ্লিষ্টতা থাকার কোন সুযোগও নেই। নিজ ক্ষমতা বলে গোপনে নিয়মবহির্ভূত ও অবৈধভাবে বাড়তি লাভের আশায় নির্মাণকাজ করেছেন তিনি। সরকারি কাজের নিয়ম আছে। এতে এ কাজের ব্যয়কৃত টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। এ সংস্কার কাজের টেন্ডার বাতিল করে নতুন করে রি-টেন্ডার দিয়ে নতুন কাজ করা হবে।

এ ব্যাপারে উজানগ্রাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল রহমান বলেন,আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি শামসুল হক নিজেই কাজটি করছেন। আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। টাকা-পয়সা তিনিই লেন দেন করেন। তিনিই সব ভালো জানেন।

এ বিষয়ে ঠিকারদারী প্রতিষ্ঠান প্রীথি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি খোরশেদ আলম পল্টু বলেন,ওই মাদ্রাসা কমিটির সভাপতি শামসুল হক কাজটি করছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আমি কাজ পেয়েছি। কিন্তু উনি কিভাবে কাজ করছেন এটি আমি জানি না।

উজানগ্রাম আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক বলেন, শিক্ষকমন্ডলীরা ওই ভবনের নির্মাণ কাজটি করছেন। এর বেশি কিছু বলতে পারবো না।

কুষ্টিয়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাহেব আলী বলেন, বিষয়টি আমি জেনেছি। প্রীতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই মাদ্রাসার ভবন সংস্কারের কাজ পান।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শুরুর আগেই ওই মাদ্রাসা কমিটি সভাপতি তিনি নিজ ক্ষমতা বলে নির্মাণকাজ করছেন। এখন কাজের বিল নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে আমরা ছাপ জানিয়ে দিয়েছি সরকারি কাজের একটি নিয়ম আছে। সেখানে একজন মাদ্রাসা কমিটি সভাপতি নির্মাণকাজ করলে সেটি গ্রহণযোগ্য হবে না। তাই এ কাজে তার ব্যয়কৃত টাকা তিনি পাবেন না। টাকা ফেরত পাঠানো হবে। সরকারি নিয়মনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন:

Leave a Comment