কুষ্টিয়ার বৃত্তিপাড়া বাজারে জমজমাট গরুর দুধের বাজার

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বৃত্তিপাড়া বাজারে দীর্ঘ ২০-২৫ বছর ধরে প্রতিদিন জমজমাট গরুর দুধ বেঁচা-কেনার বাজার বসে। বাজারটিতে দুপুর ২ টা থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত দুধ বেঁচা-কেনা হয়ে থাকে।

কুষ্টিয়ার বৃত্তিপাড়া বাজারে জমজমাট গরুর দুধের বাজার

কুষ্টিয়ার বৃত্তিপাড়া বাজারে জমজমাট গরুর দুধের বাজার
কুষ্টিয়ার বৃত্তিপাড়া বাজারে জমজমাট গরুর দুধের বাজার

কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে বসবাসরত মানুষেরা তাদের নিজ বাড়িতে গাভী গরু পালন করে সেই গাভীর দুধ নিয়ে বিক্রয় উদ্দেশ্যে আসে এই বাজারে। সাধারণত দুধ ৫০-৬০ টাকা লিটারে বিক্রি করে থাকে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

বাজারটিতে ঝাউদিয়া ইউনিয়নের বাসিন্দা দুধ বিক্রেতা আসাদুলের সাথে কথা হলে তিনি জানান এই বাজারে আমি দীর্ঘ তিন বছর ধরে দুধ বিক্রি করছি। প্রতিদিন চার থেকে পাঁচ কেজি দুধ নিয়ে আসি এই বাজারে। আমার একটি গাভী গরু রয়েছে দিনে চার থেকে পাঁচ কেজি দুধ দেয়। আমি প্রতি লিটার ৬০ টাকা করে বিক্রি করি। এই বাজারে অনেক ক্রেতা আসে খাঁটি দুধের আশায়।

দুধ ক্রয় করতে আসা ক্রেতা হেলাল উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, আমি এই বাজার থেকে আট বছর ধরে দুধ ক্রয় করে আসছি। রাস্তার পাশে বাজারটি বসার কারণে চলতি পথেই টাটকা দুধ সহজে পাওয়া যায়। যে কোন প্রয়োজনেই আমি আসলে এখান থেকে দুধ ক্রয় করে নিয়ে যাই। তিনি আরও বলেন, তাছাড়াও এই বাজারে খাঁটি দুধ পাওয়া যায় মূল্যটাও অনেক কম অন্য জায়গার তুলনায়। পরিবারের সবাই খেয়েও অনেক স্বাচ্ছন্দ্যবোধ করে।

আরও পড়ুন:

Leave a Comment