কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক!

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশনায় এবং কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন এর তত্ত্বাবধায়নের গত ১৪ ই মে দিবাগত রাতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয় ।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক!

কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক!
কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক!

আটককৃতরা হলেন, পাবনা জেলার শালগাড়ীয়া এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র জীবন (৩০) এবং শিবরামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দারের পুত্র গোলাম রহমান রবিন (৩২) । আটকের সময় তাদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল (পাবনা-ল, ১১-৭৯১৯) এবং নগদ ২৭ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়েছে ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, গত ৬ই মে কুমারখালী উপজেলার আড়পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র জিল্লুর রহমান ভ্যান যোগে মুরগী কিনতে যাওয়ার সময় কুমারগাড়া ফকিরপাড়ার জলিল মুহুরী’র বাড়ীর সামনের সড়কে ছিনতাইকারীরা তার ভ্যান রোধ করে এবং প্রশাসনের লোক হিসাবে পরিচয় দিয়ে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থাকা টাকা নিয়ে নেয় । সেই সাথে তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে স্থান ত্যাগ করতে বলে এবং ছিনতাইকারী চক্রের দুই সদস্যও দ্রুত স্থান ত্যাগ করে চলে যায় ।

সাথে সাথেই ভুক্তভোগী জিল্লুর রহমান বিষয়টি কুষ্টিয়া মডেল থানায় অবহিত করেন । বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ গ্রহনের লক্ষে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন পুলিশ সুপার খাইরুল আলম’র নির্দেশনায় জহুরুল ইসলাম (পুলিশ পরিদর্শক. তদন্ত), সুফল সরকার ( এসআই, মামলা তদন্তকারী কর্মকর্তা) এবং এসআই সাজু মোহন সাহা’র সমন্বয়ে একটি আভিযানিক টিম গঠন করেন ।

উক্ত অভিযানিক টিম ঘটনা স্থলের শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক আসামীদের আটক করেন । সেই সাথে আটককৃত আসামীদের নিকট থেকে আলামত উদ্ধার করা হয় ।

এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন বলেন, আটককৃত দুই জনই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য । এর আগেও তারা অনেক ছিনাতাইয়ের সাথে জড়িত ছিলো বলে স্বীকার করেছে । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

আরও পড়ুন:

Leave a Comment