নিজ সংবাদ ॥ র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের বিশেষ অভিযানে স্বর্ণ চোরাচালান মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘ ৬ বছর পর গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার (১৪ মে) বিকালের দিকে কুষ্টিয়া কুমারখালী থানাধীন ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মোঃ আঃ রহিম লালচাঁন যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী গ্রামের ইউসুফ এর ছেলে। র্যাব সুত্রে জানা যায়, গত ১৪/১১/ ২০১৮ বেনাপোল সীমান্তে স্বর্ণ চোরাচালানকালীন সময়ে এক কেজি স্বর্ণের বার নিয়ে বিজিবির হাতে গ্রেফতার হন আসামী আঃ রহিম লালচান (২৪)। কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান এবং কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায় রাজমিস্ত্রীর কাজ করে জীবন ধারন শুরু করেন। উক্ত আসামীকে গ্রেফতার করতে র্যাব ১২ গোয়েন্দা নজরদারি বাড়াতে থাকে। যার ধারাবাহিকতায় গত ১৪/০৫/২৪ র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেউড়িয়া এলাকায় বর্ণিত মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী অবস্থান করছে। সেই মোতাবেক র্যাবের কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান নেয় এবং যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মামলা নং-৫৭, তারিখ ১৪ নভেম্বর ২০১৮, জিআর-৭০৩/১৮, এসটিসি ০৯/২০১৯ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/-টাকা অর্থদন্ড প্রাপ্ত মোঃ আঃ রহিম লালচাঁন গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
