কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর কন্যা কাজল রেখার(৩৪) ওপর হামলা করে গুরুত্বর জখম করেছেন খোকন, রুবেল ও শ্রাবণী।
কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধার মেয়ের ওপর হামলা: মারাত্মক ভাবে যখম
আহত কাজল রেখা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নেন। এঘটনায় মুক্তিযোদ্ধা ওমর আলীর মেয়ে কাজল রেখা ইবি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং-২৩৯, তারিখঃ ০৬/০৫/২০২৩।
সাধরণ ডায়েরিতে উল্লেখ করেন, খোকন (৩৭) পিতা সিরাজুল হক, রুবেল (২৮) পিতা রাজ্জাক, শ্রাবণী (২২) স্বামী রাজ্জাক সর্বসাং-উজানগ্রাম, থানা ইবি, জেলা কুষ্টিয়া। খোকন আমার একজন প্রতিবেশির সাথে অবৈধ সম্পর্ক আছে জানতে পারায় খোকন আমার বাড়ি এসে আমাকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি প্রদান করে।
পরবর্তীতে ৬ মে সকাল ৮ ঘটিকার সময় উজানগ্রাম বাঁজার যাওয়ার পথে খোকনের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর গেলে খোকন, রুবেল, শ্রাবণী একত্র হয়ে গালিগালাজ করতে থাকে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে পাশে পরে থাকা বাশের লাঠি দিয়ে এলোপাথারি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করেন।
কাজল রেখা আরো জানায়, খোকন গং প্রভাবশালী হওয়ায় গ্রামের কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না। আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে হিসাবে কুষ্টিয়া পুলিশ সুপারের নিকট এই ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।