খোকসা’য় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা
বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় খোকসা উপজেলার খোকসা ইউনিয়ন আওয়ামীলীগের পার্টি অফিসে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

খোকসা’য় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান, খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান, খোকসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বারিক মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভাদুসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন, খোকসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার, ব্যবসায়ী এবং আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা।
মতবিনিময়কালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় এবং দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। তাই সবাই মান অভিমান এবং দোষ-গুন ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নাই।
![]()
