বিএনপি-জামায়াতের অব্যহত অবৈধ অগণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, জনগণের জানমালের ক্ষতিসাধন ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কুষ্টিয়ায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠানে ধানের শীষের প্রতিকের ভোট চাইলেন কল্পনা নামের এক নারী।
আমরা ধানের শীষে ভোট দেবো অন্য কোথাও ভোট দিলে আমারে সুখ শান্তি হবেনা
কল্পনা উজানগ্রাম ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা দাস পাড়ায় চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা’র বাড়ীর সামনে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিডিওটিতে আওয়ামীলীগের শান্তি সমাবেশে ধানের শীষে ভোট চাওয়ার ভিডিওটি সরাসরি লাইভ দেখানো হয় উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন মোল্লার নামের নিজ আইডি থেকে।
পরে বিষয়টি নিয়ে লাইভ ভিডিওটি ভাইরাল হলে কয়েক ঘন্টা পরে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে লাইভটি ডিলিট করে দেওয়া হয়। তার আগেই অনেকেই সেই ভিডিওটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেয়। বর্তমানে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর কুষ্টিয়া জেলা জুড়ে টক অব দা টাউন এ পরিণত হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, শান্তি সমাবেশে উপস্থিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন মোল্লা মাইক হাতে প্রধান অতিথিদের সামনে উপস্থাপনা করে বলছেন, দাসপাড়ার কল্পনা আমি ছোটকাল থেকে দেখেছি যে আওয়ামীলীগের সংগঠনের জন্য যখন আমরা উঠান বৈঠক করতাম ওই ছোট্ট, ছোট্ট প্যাকেটে মুড়ি দিয়ে সে সময় থেকে দল বল নিয়ে আমাদের মাঝে হাজির হতো এই দাসপাড়ার কল্পনা। এবার কিছু বলবেন আমার নেতা তার ব্যাখ্যা দিবেন।
তারপর কল্পনা মাইক হাতে বলেন, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু মা, বোন ও ভাইদের নমস্কার আমি বেশি কিছু বলতে পারব না। বলবো না। আমার একটা ভোট তো আমরা দেবোই অবশ্যই। কিন্তু আমরা ধানের শীষে ভোট দেবো অন্য কোথাও ভোট দিলে আমারে সুখ শান্তি হবেনা।
এরপর সানোয়ার হোসেন মোল্লা ধমক দিয়ে ও পিঠে থাবা দিলে ঐ মহিলা কথা অন্যদিকে ঘুরিয়ে নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের নৌকা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী মাহাবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, কুষ্টিয়ার শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান এবং কুষ্টিয়া শহর আমি লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শান্তি সমাবেশের সভাপতিত্ব করেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা এবং শান্তি সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লার সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে প্রথমে তিনি অস্বীকার করে বলেন, বলছে যে বিএনপিতে ভোট দেবো না। আমাদের ওই রাস্তাঘাট উপযুক্ত করে দিইনি। পরে লাইভের ভিডিওর কথা বললে তিনি সত্যতা স্বীকার করে বলেন, অশিক্ষিত মানুষ কিসের ভিতর কি বলেছে।
বিষয়টি নিয়ে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে আপনার কথার জবাব আমার কাছে নাই। মহিলা, মানুষ আমরা জানি তারা নৌকাতেই ভোট দেয়। আমার মনে হয় ওটা মিসটেক করছে। আমি এর ব্যাখ্যা দিতে পারবো না, নাকি ধানের শীষে ভোট দিয়ে আসে । এটা আমি বুঝতে পারলাম না। কারণ উনাকে আমাদের সভাপতি সাহেব এবং চেয়ারম্যান তাকে সিলেক্ট করল বলার জন্য, এইভাবে কথাটা বলল কিভাবে। এই শান্তি সমাবেশের আয়োজক তো ছিলেন সভাপতি। আসলে আমি তো বুঝতে পারছি না। উনি পরপর তিনবার সভাপতি হলেন আওয়ামীলীগের। সে আবার চেয়ারম্যান নির্বাচন করছে, সবারই ভোট লাগে। চেয়ারম্যানের ভোটে তো আর শুধু আওয়ামীলীগেরই ভোট হয় না, সবার ভোট লাগে, জামাত-বিএনপি যা আছে যত দল সবার ভোট নিতে হয়। এখন উনার অনুসারী যেহেতু উনাকে ফলো করেই এই কথা বলল কিনা আমি এর ব্যাখ্যা ভাই দিতে পারবো না। এটা খুব দুঃখজনক, কষ্টদায়ক, বেদনা জনক আমার কাছে।