হেলাল মজুমদার, ভেড়ামারা ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে ফেনসিডিল সহ পাভেল (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাত ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এস কে শহিদুল ইসলাম এর নির্দেশে ভেড়ামারা থানার এসআই( নিঃ) আবু তাহের, সঙ্গীয় ফোর্স নিয়ে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর পালপাড়া জিয়া ফিল্ডে পাভেল (২১) পিতা মুক্তার হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে
অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেনসিডিল সহ ১ জন আসামিকে গ্রেফতার করে। এই ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। মামলা নং -১৬ এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এস কে শহিদুল ইসলাম জানান ভেড়ামারাতে কোন মাদক খাওয়া ও ব্যবসা করতে দেওয়া হবে না। সে যেই হোক অভিযান অব্যাহত থাকবে। আমি ভেড়ামারা বাসি কাছে সহযোগিতা চাই।
