সারাদেশের ন্যায় রবিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতেও এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় পুলিশী নিরাপত্তার মধ্যদিয়ে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথমপত্র শুরু হয়। চলে বেলা ১ টা পর্যন্ত। প্রথমদিনের পরীক্ষায় ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিতের খবর পাওয়া গেছে। তন্মধ্যে সাধারণ শাখার ৪০ জন ও কারিগরি শাখার রয়েছেন ৪১ জন।
কুমারখালীতে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৮১ জন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, এবছর উপজেলায় ৫ টি কেন্দ্রে সাধারণ শাখার তিন হাজার ৩৬০ জন পরীক্ষার্থী রয়েছেন। তন্মধ্যে প্রথম পরীক্ষা বাংলা প্রথমপত্রে ৪১ জন অনুপস্থিত। আর ৩ টি কেন্দ্রে কারিগরি শাখায় ৬৪৪ জন পরীক্ষার্থী রয়েছেন। তন্মধ্যে প্রথমদিনে ৪১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে অনুপস্থিতির কারণ এখনো জানা যায়নি বলে তিনি জানান।
রোববার বেলা সকালে উপজেলার পান্টি পরীক্ষা কেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা গেছে, পুলিশী নিরাপত্তার মধ্যদিয়ে সিসিটিভির আওতায় পরীক্ষা চলছে। কেন্দ্র পরিদর্শন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় ওই কেন্দ্র সচিব মো. সামিউর রহমান সুমন বলেন, তাঁর কেন্দ্রে দুইটি ভ্যেনুতে এক হাজার ৬৩ জন পরীক্ষার্থী রয়েছেন। প্রথমদিনে ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত আছেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।