কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নে আগুন লেগে ঘরে রাখা ৩ লাখ টাকা পুড়ে প্রবাসে যাবার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে নরসুন্দর শুকুর আলীর। হোগলা মধ্যেপাড়া গ্রামে রোববার বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।
কুমারখালীতে আগুনে পুড়ে প্রবাসে যাবার স্বপ্ন ধুলিস্যাৎ

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর, নগদ টাকা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র,খাট, ধান, চালসহ যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থরা হলেন – হোগলা গ্রামের মৃত আকবর প্রামাণিকের কৃষক ছেলে সমির প্রামাণিক (২৯) ও নরসুন্দর শুকুর প্রামাণিক (২৩)।

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য (মেম্বর) নাসির হোসেন খোকন বলেন, একটি টিনশেড ঘরের দুটি কক্ষে দুই ভাই থাকতেন। বিকেল ৩ টার দিকে বিদ্যুতের মিটার বাষ্ট হয়ে আগুন লেগে মূহুর্তে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর পেয়ে প্রায় ৩০ -৪০ মিনিটে পানি, কলাগাছ ও বালু দিয়ে আগন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর, নগদ টাকা, আসবাবপত্র সহ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন, আগুন নিভানোর পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছিল।
ক্ষতিগ্রস্থ কৃষক সমির প্রামাণিক বলেন, আগুনে তাঁর নগদ ২০ হাজার টাকা, সারা বছরের ধান – চাল, টিভি, ফ্রিজসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। তাঁর আছে শুধু একটি পোড়া খাট।
নরসুন্দর শুকুর প্রামাণিক বলেন, তিনি কিছুদিন পরেই মালয়েশিয়া যাবেন কাজ করতে। তার জন্য ঘরে খাটের বিছানার নীচে তিনি দুই লক্ষ ৩০ হাজার টাকা রেখেছিলেন। চোখের সামনে আগুনে খাটসহ বিদেশ যাওয়া সব টাকা পুড়ে গেছে। আগুন তাঁদের (দুই ভাইয়ের) নিঃস্ব করে দিয়েছে।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, তাঁরা গিয়ে দেখেন আগুন নিভে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষ টাকা ক্ষতির প্রাথমিক ধারনা করা হচ্ছে। নগদ টাকার ক্ষয়ক্ষতি তদন্ত স্বাপক্ষে পরে বলা যাবে বলে জানান তিনি।