কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামি তাজিম আহম্মেদ (২৭) কে গ্রেফতার করা হয়েছে। তাজিম আহম্মেদ কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পান্টি এলাকার মোঃ আবু মুসার পুত্র।
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ০১ জুলাই ২০২৩ ইং তারিখ রাত ১১:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বাশগ্রাম এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ঝিনাইদহ জেলার সিআর নং-৩৪০/১৭, ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ০৪ ধারায় ০৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তাজিম আহম্মেদ কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।