কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আব্দুস সালাম খান ৫ বছর পর তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছেন। রোববার তার মাকে দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায়। চলতি মাসের ৪ তারিখে বরিশালের উজিরপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
কুমারখালীতে হারিয়ে যাওয়া মা’কে পাঁচ বছর পর খুঁজে পেল সন্তান

আব্দুস সালাম খান জানান, তার মা একজন মানসিক ভারসাম্যহীন রোগী। ২০১৮ সালের মার্চ মাসে বাড়ী থেকে হটাৎ তার মা কোথাও চলে যায়। ৫ বছর যাবত আত্বীয়স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তিনি মায়ের সন্ধান পাননি। সেসময় তিনি মাকে খুঁজে পেতে মায়ের নিখোঁজ হওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সহ কুমারখালী থানায় একটি সাধারণ ডায়রী করেন।
হটাৎ বরিশাল জেলার ইসলামদি থানার উজিরপুরে থাকা তাদের হোগলা গ্রামের অবিলাশ নর সুন্দরের ছেলে খোকন তাকে মোবাইল ফোনে তার মায়ের সন্ধান জানান। পরবর্তীতে তিনি বরিশাল গিয়ে মাকে সাথে নিয়ে আসেন বলে জানান।
আব্দুস সালাম খান আরও জানান, অনেক খোজাখুজি করেছি মা’কে। আল্লাহর কাছে বলেছিলাম ‘যতদিন বেঁচে থাকবো ততদিন মা’কে খুজেই বেড়াবো’। আজ আমি মা’কে পেয়েছি, সব সময় আগলায় রাখবো। আর কখনো মাকে হারাতে দিবো না।
