কুষ্টিয়ার মিরপুরে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমে কৃষকদের মাঝে আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
মিরপুরে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় তিনি বলেন, কৃষিবান্ধব সরকার ক্ষমতায় রয়েছে বলেই কৃষকদের এখন আর সার নিয়ে সমস্যা হয় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে কৃষিতে বিপ্লব ঘটে।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষিবান্ধব নীতি মেনেই সরকার কৃষি উন্নয়নে বিভিন্নখাতে ভর্তুকি দিচ্ছে। আর কৃষি খাতে ভর্তুকি দেয়ায় কৃষকরা কৃষি কাজে উদ্বুদ্ধ হয়েছে বলেই বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিনত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহর সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান অনিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ জানান, ভর্তুকি মূল্যে উপজেলায় একজন কৃষকের মাঝে ১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।