কুষ্টিয়ার কুমারখালীতে এক কৃষকের বাড়িতে মজুদ রাখা ঘাসে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। সেই ঘাস খেয়ে ওই কৃষকের পাঁচটি গরু অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে দুইটি গরুর অবস্থা আশঙ্কাজনক হলে জবাই করে স্থানীয় কসাইয়ের কাছে বিক্রি করা হয়। বাকি তিনটি গরুকে কুষ্টিয়া প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুমারখালীতে বিষযুক্ত ঘাস খেয়ে কৃষকের পাঁচটি গরু অসুস্থ

সোমবার (১৫ মে) সকালে উপজেলা বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের কৃষক মো. আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষককের স্বজনদের ভাষ্য, পূর্ব শত্রুতার জেরে কেউ রাতের আঁধারে ঘাসে বিষ দিয়েছিল।

কৃষকের ছেলে রুবেল হোসেন বলেন, তিনি পাঁচটি গরুর জন্য রাতে ঘাস কেটে বাড়ির আঙিনায় রেখেছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালে গরুগুলোকে ওই ঘাস খেতে দিয়েছেলন তার মা। ঘাস খেয়ে তাদের পাঁচটি গরুই অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে দুইটি ষাঁড় গরুর অবস্থা বেশি খারাপ হলে জবাই করে স্থানীয় কসাইয়ের কাছে বিক্রি করেছেন।
তিনি আরও বলেন, অসুস্থ বাকি দুইটি গাভী ও একটি বাছুর গরু কুষ্টিয়া প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার ভাষ্য, শত্রুতা করে কেউ একজন রাতের আঁধারে ঘাসে বিষ দিয়েছে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবশিষ্ট তিনটি গরু এখন সুস্থ আছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী দুঃখ প্রকাশ করে বলেন, ঘাসের সাথে বিষ জাতীয় কোনো উপাদান থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজখবর নিয়েছেন।