রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পশু চিকিৎসক মফিজুর রহমানের বাড়ীতে হামলা ও প্রাণনাশের হুকমির ঘটনা ঘটে। শনিবার (৮ এপ্রিল) আনুমানিক রাত ১০ টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
পল্লী চিকিৎসকের বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি
ভুক্তভোগী মফিজুর রহমান বলেন, আমি ঘটনার দিন ১০ টার দিকে বাড়িতে যাচ্ছিলাম বিবাদীগণ আগে থেকেই আমার বাড়ি যাওয়ার পথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসেছিল। আমি যখন বাড়ির গেটের কাছে যাই তখন তারা আমার পথ আটকে দাঁড়ায়। তখন আমি ভয় পেয়ে দৌড়ে আমার ঘরে চলে যাই। বিবাদীগণ তখন আমার ঘরে ঢুকে সবকিছু ভাঙচুর করে এবং ২ লক্ষ টাকা ও দুই ভরি ওজনের স্বর্ণ নিয়ে যায়। আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
বিবাদীরা হলেন একই ইউনিয়নের কুদ্দুস মন্ডল, সিদ্দিক মন্ডল, সৈজোদ মন্ডল, জাহিদ মন্ডলসহ ১১ জনের নামে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন, এবিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।