কুমারখালীতে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২

কুমারখালীতে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২। কুষ্টিয়া কুমারখালীর পান্টি থেকে ৪০পিছ ইয়াবা ট্যাবলেট সহ বকুল মোল্লা (৩২) ও নুরুলইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পান্টি ক্যাম্প পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বকুল মোল্লা পান্টি গ্রামের বিল্লালের ছেলে ও বড়ইচারা গ্রামের রাশিদুলের ছেলে নুরুল ইসলাম বলে জানা যায়।

কুমারখালীতে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২

কুমারখালীতে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২
কুমারখালীতে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২

মঙ্গলবার (২ই এপ্রিল) আনুমানিক রাত ১২ টার দিকে তাদেরকে কুমারখালীর থানাধীন পান্টি কলেজের পাশ থেকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট হতে ৪০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

পুলিশের সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ই এপ্রিল) আনুমানিক রাত ১২ টার দিকে পান্টি ক্যাম্পের ইনচার্জ এস আই বাবুর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পান্টি কলেজের পাশে অভিযান চালিয়ে ৪০ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন কে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করা হয়।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলার নং- ২ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

Leave a Comment