জিয়ারখী ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে ১৯তম দিনে শনিবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে কমলাপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগ উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

জিয়ারখী ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জিয়ারখী ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জিয়ারখী ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনুষ্ঠানে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রফেসর মহঃ শাজাহান আলি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসা আহমেদ এর পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (প্রশাসক) বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজ্ঞ জিপি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ গোলাম মওলা, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, জিয়ারখী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান আলী। সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আফজাল হোসেন শিশির প্রমূখ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

বক্তারা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সহ ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শ, কর্মময়জীবনের কথা সহ দেশের প্রচলিত উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন বক্তারা। দেশের প্রচলিত উন্নয়ন সহ কুষ্টিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প নেই। কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প নেই। সে লক্ষ্যে শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তরিত করে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

Leave a Comment