কুষ্টিয়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মতিয়ার রহমান মতি নামে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন।
কুষ্টিয়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ: থানায় মামলা
শনিবার (২৭ মে) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, একই এলাকার প্রতিবেশী হওয়ার সুবাদে ঐ স্কুল ছাত্রীর পরিবারের সঙ্গে মতিয়ারের সুসম্পর্ক গড়ে ওঠে। যার কারণে ভুক্তভোগীর বাড়িতে নিয়মিত যাওয়া আসা ছিল তার।
শনিবার (২৭ মে) সন্ধ্যার দিকে বাড়ির পাশে খেলা করছিল ৯ বছর বয়সের ঐ স্কুলছাত্রী। এ সময় মতিয়ার সেখানে গিয়ে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি ভয়ে এবং ব্যথায় চিৎকার দিতে শুরু করলে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি-ধমকি দিয়ে দৌড়ে পালিয়ে যান মতিয়ার।
এদিকে, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় রোববার সকালে শিশুটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মতিয়ার পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশ কাজ করছে।