কুষ্টিয়ায় র্যাবের অভিযানে প্রকাশ্যে অনলাইন জুয়া খেলার অপরাধে ০১ জন আসামি এসএম মাহামুদুল হাসান (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। মাহামুদুল হাসান কুষ্টিয়া সদর থানার মোল্লাতেঘরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
কুষ্টিয়ায় প্রকাশ্যে অনলাইন জুয়া খেলার অপরাধে ০১ জন গ্রেফতার

র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুঠোফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদ পেয়ে গত ১৭ মে ২০২৩ ইং তারিখ রাত ০৯:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মোল্লাতেঘরিয়া এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে এসএম মাহামুদুল হাসান কে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে ০১টি মোবাইল, ০১টি সিম এবং নগদ ১৩,৬৭০/- (তেরো হাজার ছয়শত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।